বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছে – মূর্তির সামনে পিছনে থাকা সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ হয়ে যাবে। সুতরাং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। বিদ্যাসাগর মূর্তি ভাঙা নিয়ে সিসিটিভির ফুটেজ সামনে আনার জোরালো দাবি জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
বৃহস্পতিবার বর্ধমানে ভোট গণনা নিয়ে দলীয় এজেন্টদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা ছাড়াও রাজ্যের আরও ৬ টি জেলার দলীয় এজেন্টরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অমিত শাহর রোড-শোয়ে বহিরাগত তত্ত্ব নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি। সুতরাং তিনি কলকাতায় রোড-শো করলে গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ যাওয়া তো অস্বাভাবিক নয়। ওই দিনের রোড-শোয়ে কোথাও বলা নেই এটি শুধুমাত্র উত্তর কোলকাতার রোড-শো।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?