২৫ এপ্রিল বিকেল ৩ টায় দুর্গাপুরের বিধান নগরে এফসিআই কমিউনিটি ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে মুখমন্ত্রীর এই জনসভা।
মঙ্গলবার সকালে এফসিআই ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা এবং জেলা পুলিশ ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে চলল অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর চপার নামার মহড়া। মঙ্গলবার সকালে চপারের মহড়া দেখতে এফসিআই ফুটবল মাঠে ভিড় জমে যায়। ২৫ এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভায় এফসিআই কমিউনিটি ফুটবল ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে দাবি স্থানীয় তৃণমূল কংগ্রস কর্মী সুমন বন্দ্যোপাধ্যায়ের।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook