রবিবার সকাল থেকে প্রখর রোদের পর বিকেলে ব্যাপক ঝড় ও শিলাবৃষ্টি হল পূর্ব বর্ধমানের ভাতাড়ের বিভিন্ন এলাকায়। এদিন বিকেল চারটে নাগাদ জমতে শুরু করে আকাশে মেঘ। মিনিট দশেকের মধ্যেই আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। শুরু হয় প্রচণ্ড ঝড়, সঙ্গে চলে বৃষ্টি ও শিলাবৃষ্টি।

ভাতাড়ের অধিকাংশ জমিতেই ধান চাষ। প্রচণ্ড শিলাবৃষ্টির কারণে বোড়ো ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা। এবার মাঠে ধানের ফলন ভালই হয়েছিল, এদিনের শিলাবৃষ্টির পর বোড়ো ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভাতাড়ের চাষিদের মাথায় হাত। পাশাপাশি ভাতাড়ের বিভিন্ন মাঠে হয়েছিল তিলের চাষ। এই শিলাবৃষ্টির কারণে তিল চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সেরুয়া গ্রামের চাষি মলয় ঘোষ বলেন, ‘আমি ২২ বিঘা জমিতে ধান লাগিয়েছি, কোন ধানই ঘরে আনতে পারবনা বলে মনে হচ্ছে। প্রায় সমস্ত ধান এই শিলাবৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারছি না কিভাবে সংসার চালাবো।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook