বৃহস্পতিবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের চোপড়ায় সন্ত্রাসের আবহে ভোটগ্রহণ ও খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর নির্মম ভাবে আক্রমণের প্রতিবাদে নির্বাচন কমিশনকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের এসইউসিআই প্রার্থী সুচেতা কুন্ডু দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ দেখালেন।

এদিন সুচেতা কুন্ডুর দাবি, দ্বিতীয় দফার নির্বাচনে কার্যত সন্ত্রাসের আবহে ভোটগ্রহণ পর্ব হচ্ছে। অথচ নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ সকলের কাছে। সুচেতা কুন্ডু বলেন, ‘অজ্ঞাত কারণে প্রথম দফায় যেমন কেন্দ্রীয় বাহিনীকে সক্রিয়ভাবে দেখা যায় নি। তেমনই দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্য পুলিশ দিয়ে ভোট গ্রহণ চলছে। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় পর্বে সন্ত্রাসের আবহে ভোটগ্রহণ চলছে।’ সুচেতা কুন্ডুর দাবি, অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে যাতে পরবর্তী ভোটের দিনগুলিতে রক্তপাতহীন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন হয়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook