সালানপুর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক কারখানার মালিক। জানা গেছে, প্রতি দিনের মতোই বুধবারও একটি কারখানার মালিক তেজপাল সিং বাড়ি থেকে গাড়ি নিয়ে কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এরপর রাস্তা থেকে তাঁকে দুষ্কৃতীরা অপহরণ করে বলে অভিযোগ।
জানা গেছে, বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় একটি ধাতু উৎপাদনকারী কারখানার মালিক তেজপাল সিং। তাঁর নিখোঁজ হওয়ার পর ঝাড়খণ্ডের মুগমার কাছে দু’নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়িটির খোঁজ মেলে। তাঁকে অপহরণ করা হয়েছে বলে সন্দেহ করছেন পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। ঝাড়খন্ড-বাংলা সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ, চলছে নাকা চেকিং।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook