বাড়ির সামনে রাস্তায় নির্মাণ সামগ্রী পড়ে থাকাকে কেন্দ্র করে বচসার জেরে দোলের দিন কাঁকসার গোপালপুরে এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল একটি পরিবারের বিরুদ্ধে। ওই ব্যক্তিকে বাঁচাতে গেলে গোপালপুরের ধীবর পাড়ার আরও তিন ব্যক্তিকে অভিযুক্ত পরিবারের লোকজন বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে কাঁকসা অঞ্চলে বসন্ত উৎসবের পরিবেশ অশান্ত হয়ে ওঠে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে। জানা গেছে, মৃত ব্যক্তির নাম ভৈরব ধীবর (৫৪)।
গতকাল দোলযাত্রা চলাকালীন গোপালপুরের তপন পাল ও তাঁর দুই ছেলে অরিজিৎ পাল ও স্বাধীন পাল বাড়ির সামনে রাস্তায় নির্মাণ সামগ্রী কেন পড়ে রয়েছে এই প্রশ্ন তুলে ভৈরব ধীবরের উপর চড়াও হয় বলে অভিযোগ। তপন পালরা এই সময় ভৈরব ধীবরকে আগ্নেয়াস্ত্র দেখায় বলে স্থানীয় মানুষের অভিযোগ।
স্থানীয় মানুষজনের অভিযোগ, এই ঘটনার পর ভৈরব ধীবর দোলযাত্রা উপলক্ষে গ্রামে নাম সংকীর্তন শুনতে গেলে তপন পাল ও তাঁর দুই ছেলে অরিজিৎ পাল, স্বাধীন পাল ও তাঁর শ্যালক পরিমল সরকার ভৈরব ধীবরকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করলে ভৈরব ধীবর মারা যায়। খবর পেয়ে ভৈরব ধীবরকে বাঁচাতে ভৈরব ধীবরের পরিবারের লোকজন এলে তাঁদেরও মারধর করে তপন পালের পরিবারের সদস্যরা বলে অভিযোগ।ভৈরব ধীবরের পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। লোকসভা নির্বাচনের আগে সামান্য নির্মাণ সামগ্রী পড়ে থাকা নিয়ে বচসার জেরে লোহার রড দিয়ে নির্মম ভাবে পিটিয়ে খুন করার ঘটনায় ফের অশান্তির বাতাবরণ কাঁকসা অঞ্চলে।