.
ঝাঁঝরার এমআইসি কোলিয়ারির খনিগর্ভে এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা ছড়াল দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায়। লাউদোহার ঝাঁঝরা কোলিয়ারির শ্রমিক শপথলাল মাঝি বৃহস্পতিবার সকালে কাজে গিয়ে খনিগর্ভে নামলে মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ঝাঁঝরা এমআইসি কোলিয়ারির শ্রমিকরা খনিগর্ভে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হন। একই সঙ্গে শপথলালের পরিবারের জন্য চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাণ শ্রমিকরা। পরে ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে বিক্ষোভ উঠে যায়। পুলিশ খনিগর্ভ থেকে শপথলালের মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook