কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর প্রায় দু’বছর কেটে গেছে। কিন্তু পেনশন সহ অন্যান্য প্রাপ্য টাকা না পাওয়ায় এক পঞ্চায়েত কর্মী হতাশ হয়ে তাঁর পরিবারকে অনটনের হাত থেকে বাঁচানোর কাতর অবেদন জানিয়ে চিঠি দিলেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকে।
জানা গেছে, অন্ডালের উখরার পোস্ট অফিস পাড়ার বাসিন্দা স্বপন কুমার রজক ১৯৯৯ সালের ১৪ অক্টোবর অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েত অফিসে কাজে যোগ দেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারি কাজোড়া পঞ্চায়েত অফিসে কর্মী থাকা কালে স্বপনবাবু কর্মজীবন থেকে অবসর নেন। অবসরের পর প্রায় দু’বছর কেটে গেলেও স্বপনবাবু তার প্রাপ্য টাকা বা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন। গত দু’বছরে দৌড়ঝাঁপ করে এখন হতাশ পঞ্চায়েত অফিসের প্রাক্তন কর্মী স্বপন রজক। বাড়িতে স্ত্রী ও বিবাহ যোগ্যা মেয়ে রয়েছেন। ছেলে বেকার, চরম আর্থিক দুর্ভোগে পড়েছেন বলে জানান স্বপনবাবু। কর্মজীবনের অবসরের পর প্রাপ্য টাকা বা পেনশন না পেয়ে হতাশ স্বপন রজক অন্ডালের বিডিও ঋত্বিক হাজরাকে সমস্যা সমাধানের জন্য আবেদন পত্রে লেখেন, সমস্যার সমাধান না হলে দুঃশ্চিন্তায় তাঁর মৃত্যু হতে পারে। অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা স্বপনবাবু যাতে অবসরকালীন সমস্ত আর্থিক সুবিধা পান তা দেখার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।