মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে একের পর এক পরিকল্পনা নিচ্ছেন। পুলিশ ও প্রশাসনিক কর্তাদেরও আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে বলেন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন এলাকার ব্লক উন্নয়ন দফতর বা পঞ্চায়েতগুলিও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে।
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাই কাঁকসার আদিবাসী অধ্যুষিত এলাকা ত্রিলোকচন্দ্রপুরে স্থানীয় পঞ্চায়েতের প্রধান সাইনা বেগম আদিবাসী সম্প্রদায়ের ছেলে-মেয়েদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন। এদিন সাইনা বেগম আদিবাসী সম্প্রদায়ের ছেলে-মেয়েদের দিয়ে কেক কেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন। এই অনুষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে এলাকার মানুছজনও যোগ দেন।