আসানসোলের জামুড়িয়ায় স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গল থেকে। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার বোগড়ার ৩২ নম্বর ওয়ার্ডের নীচু ধাওড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই স্কুল ছাত্রী নিখোঁজ ছিল। পরিবারের লোকজনেরা খোঁজাখুঁজি করেও ওই ছাত্রীর কোন হদিস পায় নি। পরে ওই স্কুলছাত্রীর বাড়ির পাশেই ঝোপের মধ্যে মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। জানা গেছে, মৃত স্কুলছাত্রীর নাম বর্ষা পাসওয়ান (১২)।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার পুলিশ। মৃত ছাত্রীর দেহ উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বিক্ষুব্ধ মানুষজন। প্রতিবাদে এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। পরে মৃত স্কুল ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত স্কুল ছাত্রীর মামা বিজয় পাসোয়ান জানান, তাঁর ভাগ্নি মোবাইলের সিম কেনার জন্য বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর থেকে নিখোঁজ ছিল। এলাকার আশেপাশে খোঁজাখুঁজির পর বর্ষার বাড়ির পাশের জঙ্গলে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে জামুড়িয়া থানার পুলিশ।

Like Us On Facebook