বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে সোমবার সকালে আসানসোল শহরে শোভাযাত্রা বের করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে৷ শোভাযাত্রাটি আসানসোল কোর্ট সংলগ্ন স্পন্দন উদ্যান থেকে শুরু করে রবীন্দ্র ভবনে এসে শেষ হয়৷ শোভাযাত্রার শেষে সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়৷ সংস্থার পক্ষ থেকে সমাজের কাছে বিশেষভাবে সক্ষমদের সাধারণ মানুষ হিসাবেই গ্রহণ করার আহ্বান জানানো হয় যাতে তাঁরাও সমাজে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে৷
জানা গেছে, ইউনাইটেড নেশনস ঘোষিত বিশ্ব প্রতিবন্ধী দিবসে প্রতিবছরই আসানসোল আনন্দম স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে পদযাত্রার মাধ্যমে মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। এবারও পদযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এবং এই ধরণের শিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য সকল মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়।