বর্ধমান পৌরসভার সহযোগিতায় এবং বর্ধমান সংস্কৃতি চর্চাকেন্দ্রের উদ্যোগে বর্ধমানের টাউন হল ময়দানে শুরু হল তৃতীয় বর্ষ বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০১৮। মেলার উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়া মিত্র, শ্যামলবরণ সাহা, এসডিও (সাউথ) অনির্বাণ কোলে প্রমুখ।

শুক্রবার উদ্বোধন হওয়া এই মেলা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। ১২৫টি লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন পত্র-পত্রিকা ছাড়াও এই মেলায় বাংলাদেশের লেখক লেখিকাদের বই ও পত্র-পত্রিকাও এই মেলায় স্থান পেয়েছে। প্রদীপ জ্বালিয়ে এদিন মেলার উদ্বোধন করেন সাহিত্যিক জয়া মিত্র। এই মেলায় এবার মোট স্টলের সংখা ৩০। মেলায় কবিতা, গল্পপাঠ, আলোচনা, বিতর্ক সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে।

Like Us On Facebook