দীপাবলি উপলক্ষে বাড়ির ছাদে টুনি লাইট লাগাতে গিয়ে হাই টেনশন তারে ঝলসে গুরুতর জখম হলেন বছর চৌষট্টির এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে রবিবার দুর্গাপুরের আড়রা মোড়ের বিধান পার্কে। জখম প্রৌঢ়ের নাম নন্দদুলাল পাল।
জানা গেছে, সম্প্রতি নন্দদুলালবাবু তাঁর এক তলা বাড়িটিকে দু’তলা করেন। ওই এলাকার অন্যান্য বাড়িগুলির মতো নন্দদুলালবাবুর বাড়ির উপর দিয়েও হাই টেনশন বিদ্যুতের তার গেছে। নন্দদুলালবাবু এদিন দু’তলা বাড়ির ছাদে দীপাবলি উপলক্ষে টুনি লাইট লাগাতে গিয়ে অসাবধানতায় হাই টেনশন তারের সংস্পর্শে চলে এলে নন্দদুলালবাবু বিদ্যুৎস্পৃষ্ট হলে সারা গা ঝলসে যায়। সঙ্গে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। পড়শিরাও দৌড়ে আসেন। গুরুতর জখম নন্দদুলালবাবুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।