২০ বছর আগে আজকের দিনে পথ চলা শুরু করেছিল গুগল সার্চ ইঞ্জিন। আজ গুগলের হোম পেজে একটি সুন্দর ডুডলের মাধ্যমে ২০ সংখ্যাটিকে তুলে ধরা হয়েছে। আজ ডুডলে ক্লিক করলে একটি ইউটিউব ভিডিও দেখা যাবে, যেখানে এযাবাৎ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ফ্রেজগুলি দেখানো হয়েছে।
বিশ্বের প্রায় ১৯০টি দেশে ১৫০টিরও বেশি ভাষায় গুগল সার্চ রেজাল্ট দেখায়। গুগল বর্তমানে বিশ্বের জনপ্রিয়তম সার্চ ইঞ্জিন। ইয়াহু, বিং বা অন্য কোন সার্চ ইঞ্জিন জনপ্রিয়তায় গুগলের ধারে কাছে নেই। ১৯৯৬ সালে গবেষণা প্রকল্প হিসেবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ ও সের্গেই ব্রিন এর কাজ শুরু করেন। প্রথমদিকে গুগলের নাম ছিল ব্যাকরাব। কারণ, তখন বিভিন্ন সাইটের ব্যাকলিংকগুলো যাচাই করে সাইটের জনপ্রিয়তা বিচার করা হত এবং তার উপর ভিত্তি করে রেজাল্ট পেজে সাইট র্যাঙ্ক করা হত। পরে নাম পরিবর্তন করে গুগল নাম রাখা হয়। এর অর্থ একটি সংখ্যার পরে একশোটি শূন্য। ১৯৯৮ সাল ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল চালু করেন।