নাইটি পড়া নিয়ে মা ও পিসির মধ্যে অশান্তির জেরে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক ছাত্রী। মৃতার নাম উর্মিলা সোরেন (১৭)। বাড়ি মেমারি থানার বড় মশাগড়িয়া এলাকায়। সে রসুলপুর গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
মৃতার পরিবার সূত্রে জানা গেছে, উর্মিলার মা নাইটি পড়ায় তা নিয়ে উর্মিলার পিসির সঙ্গে প্রায়শই ঝামেলা হত। গত মঙ্গলবার ফের ঝামেলা হওয়ায় উর্মিলা উভয়কেই তা থামাতে বলে। এই ঘটনায় অভিমানেই সে ওইদিন বিষ খায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে মেমারি হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তার মৃত্যু হয়।
Like Us On Facebook