মহরম উপলক্ষে বর্ধমানে ভাতাড়ের গেঁড়াই অঞ্চলে অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির। যেখানে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোর অঙ্গীকার করলেন বাসিন্দারা।

এদিন ২১০ জন বাসিন্দা মহরম উপলক্ষে আর্তের সেবায় রক্তদান করেন। যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মানুষের কাজে লাগতে পেরে খুশি রক্তদাতাদের প্রত্যেকেই। প্রত্যেক বছরই থাকত মহরমের তথাকথিত মাতন। নিজেদের শরীর চিড়ে রক্ত ঝড়িয়ে চলত শোকপালন। এবছর তার ব্যতিক্রম ঘটেছে। রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। যে সমস্ত মানুষ রক্তদান করলেন তাঁদের হাতে একটি করে ফলের চারা তুলে দিলেন অমরপুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উপস্থিত সমস্ত মানুষজন এই ধরনের অনুষ্ঠানে খুশি।

Like Us On Facebook