আউশগ্রামের তকিপুরে সাপের কামড়ে মৃত্যু হল এক যুবতীর। মৃতার নাম তাপসী বাগদি (২৬)। অপরদিকে আউশগ্রামের দিগনগরের সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম সুমিত্রা সোরেন (৩৫)।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে আউশগ্রামের তকিপুরে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাপসীর পিঠে সাপে কামড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে আউশগ্রামের দিগনগরের সর গ্রামের বাসিন্দা সুমিত্রা সোরেন(৩৫) কে মাঠে কাজ করার সময় তাঁর বাঁ পায়ে সাপে কামড়ায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
Like Us On Facebook