কাঁকসায় গরিব ও ভূমিহীনদের কৃষিজমির পাট্টা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল কাঁকসা ব্লকের বিজেপি নেতৃত্ব। শুক্রবার কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক ও কাঁকসার বিডিওকে স্বারকলিপি জমা দেওয়া হয় কাঁকসা ব্লক বিজেপির পক্ষ থেকে।
এদিন বিজেপি নেতা রমন শর্মা অভিযোগ করেন, কাঁকসা ব্লকে শাসকদলের নেতা-নেত্রীরা সরকারি জমি লুট করেছে। কাঁকসায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব ও ভূমিহীনদের জন্য জমির পাট্টা দেওয়ার ঘোষণা করে গিয়েছিলেন, সেখানে গরিব মানুষ জমির পাট্টা পাচ্ছে না অথচ তৃণমূলের নেতা-নেত্রীরা জমির পাট্টা পেয়ে গেছে। দ্রুত এই দুর্নীতির তদন্ত না হলে আগামী দিনে আইনি পথে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি।
Like Us On Facebook