দিনভর জেলাজুড়ে নানান অনুষ্ঠানের পাশাপাশি দুর্গাপুরেও যথাযথ মর্যদায় যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মজয়ন্তী পালিত হল। স্বামীজির মর্মর মূর্তিতে মাল্যদান সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে বস্ত্রদান, রক্তদান শিবির, হাসপাতালে রোগীদের ফলদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমা প্রশাসন, দুর্গাপুর নগর নিগমের পাশাপাশি বিভিন্ন মন্দির, অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে সৃজনীতে বৃহস্পতিবার স্বামীজির মর্মর মূর্তিতে দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায় মাল্যদান করেন। দুর্গাপুরের ভিড়িঙ্গী কালীমন্দিরের পক্ষ থেকে মন্দির প্রাঙ্গনে দুঃস্থদের ও সগড়ভাঙ্গা কুষ্ঠ কলোনীতে কম্বল ও বস্ত্র দান করা হয়।