উখড়ার পুরাতন হাটতলায় কুয়োর মধ্যে এক বৃদ্ধার দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বাঁধল। সোমবার ভোরে স্থানীয় বাসিন্দারা কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখতে পান কুয়োর জলে এক বৃদ্ধার দেহ ভাসছে। পুলিশকে খবর দিলে উখড়া ফাঁড়ির পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম কৃষ্ণা সেনগুপ্ত। তিনি কয়েক বছর আগে ইসিএলের শ্যামসুন্দরপুর কোলিয়ারি থেকে অবসর নেন। কৃষ্ণা দেবীর দাদা কনক সেনগুপ্তের দাবি কৃষ্ণা দেবী মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার রাতে তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। সোমবার সকালে কুয়োতে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।