স্বাধীনতা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল, মিষ্টি বিতরণ করা হল। এদিন হাসপাতালে ৩০ জন রোগীর হাতে ফল, মিষ্টির প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়।
তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি বলেন, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাত বারোটা থেকে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সকাল থেকেই বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলনের সাথে হাসপাতালের রোগীদেরও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। সাথে সাথে সকলকে মিষ্টি মুখও করানো হয়।
মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে মানকর গ্রামীণ হাসপাতালের রোগীদের জাতীয় পতাকা দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় এদিন।
এদিন সকালে মানকর রোডে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মানকর অঞ্চলের কংগ্রেস কর্মীরা। এদিন কাঁকসার হাজরাবেড়ায় স্থানীয় একটি ক্লাবের সদস্যরা শতবর্ষের এক বৃদ্ধাকে দিয়ে ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করান। বৃদ্ধার নাম আকলেমা বিবি।