কাঁকসার ১১ মাইল এলাকায় তৃণমূল নেতা অমর মন্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ। বোমা তৈরির সরঞ্জাম সহ কার্তুজের খোল উদ্ধার হয়েছে বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। অমর মন্ডলকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ঘটনায় হতাহতের কোন খবর নেই।
কাঁকসার ১১ মাইল এলাকায় বনকাটি গ্রামে তৃণমূল কংগ্রেস নেতা অমর মন্ডলের একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ওই বাড়িতে অমর মন্ডল বা তাঁর পরিবারের কেউ থাকেন না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নিজের ক্ষমতা ধরে রাখতে অমর মন্ডল বাড়িতে বোমা বেঁধে মজুদ রাখতেন।
পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বলেন, ঘটনার খবর আমি পেয়েছি। পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশের তদন্ত রিপোর্ট পেলে তখনই বলা যাবে আসলে ওখানে কি হয়েছে। তবে কেউ চক্রান্ত করছে কিনা সেই বিষয়টিও পুলিশকে দেখতে বলেছি।