সোমবার থেকে ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজের নিজস্ব ভবনে পঠন-পাঠন শুরু হয়েছে। কলেজের নিজস্ব ভবন না থাকায় এতদিন ভাতার মাধব পাবলিক হাইস্কুলে অস্থায়ীভাবে পঠন-পাঠন চলছিল।

উল্লেখ্য, ২০১৩ সালে ভাতার দাশরথী হাজরা মেমোরিয়াল কলেজ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর কলেজের নিজস্ব ভবন না থাকায় ভাতার মাধব পাবলিক হাইস্কুলে সকালের দিকে অস্থায়ীভাবে কলেজের পঠন-পাঠন চলছিল। ভাতার বাজার সংলগ্ন সোতখালি গ্রামের কাছে বছর তিনেক আগে কলেজের ভবন তৈরির কাজ শুরু হয়। গত সোমবার থেকে সেই নব নির্মিত ভবনে কলেজের পঠন-পাঠন শুরু হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, বর্তমানে কলেজের এই ভবনে একতলায় আটটি ঘর তৈরি হয়েছে। সেখানেই চলছে পঠন-পাঠন। দোতলায় আরও ঘর তৈরির কাজ চলছে।

Like Us On Facebook