বাবা দিনমজুর। কাঁকসার মানিকাড়া গ্রামের দুস্থ পরিবারের মেয়ে কেয়া ঘোষ এবার উচ্চ মাধ্যমিকে ৯১% নম্বর পেয়েও আর্থিক অনটনের ফলে উচ্চশিক্ষায় অর্থ বাধা হয়ে দাঁড়ানোয় বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠনের কর্তারা কেয়ার পাশে দাঁড়ালেন।
কেয়া কাঁকসার আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী ছিল। উচ্চ মাধ্যমিকে স্কুলে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে কেয়া। উচ্চশিক্ষায় ভূগোল নিয়ে পড়তে চায়। কিন্তু অর্থ বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানায় বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার এক কর্তা চিরঞ্জীব ধীবর। চিরঞ্জীববাবু বলেন, আমরা কেয়ার মত মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থাকব উচ্চশিক্ষায় আর্থিক বাধা দূর করতে। চিরঞ্জীববাবু বলেন, আমরা ইছাপুরের সুমন গড়াই ও পানাগড়ের মেয়ে পুজা আগরওয়ালকেও পাশে থাকার আশ্বাস দিয়েছি।