দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত দামোদরের ডিভিসি ফিডার ক‍্যানেলে শনিবার সন্ধ্যায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল অঙ্গদপুরের স্বাধীন বাউরি(৩৪)। শনিবার সন্ধ্যা থেকে স্বাধীনের খোঁজে ফিডার ক‍্যানেলে তল্লাশি শুরু হয়। বাঁকুড়ার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রাতভর তল্লাশি চালিয়ে রবিবার সকালেই স্বাধীনের মৃতদেহ জল থেকে তুলে নিয়ে আসে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের এক সদস্য জানান, জলে কচুরিপানার তলায় মৃতদেহ আটকে থাকার ফলে মৃতদেহটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে সূর্যের আলোয় কচুরিপানা সরাতেই স্বাধীনের মৃতদেহ ভেসে ওঠে। কোক ওভেন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এদিকে মৃতদেহ উদ্ধার হতেই স্বাধীনের পরিবার সহ গোটা পাড়া কান্নায় ভেঙে পড়ে।

অপরদিকে, শনিবার বরাকর নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন ছাত্র। ঘটনাটি ঘটে মিহিজাম থানার কিলাহি বাঁধে। মৃত তিন ছাত্র চিত্তরঞ্জনের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। জানা গেছে, শনিবার আরও কয়েকজন ছাত্রের সঙ্গে তাদের গৃহশিক্ষক প্র্যাক্টিক্যাল করানোর জন্য ওই এলাকায় নিয়ে গিয়েছিল। এরপর ওই তিন ছাত্র গৃহশিক্ষকের কাছে ড্যাম দেখতে যাওয়ার নাম করে জলে স্নান করতে নামলে ঘটে বিপত্তি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

Like Us On Facebook