বুধবার রাতে দফায় দফায় বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত হল আউশগ্রাম। বোমাবাজির মধ্যে পড়ে গুরুতর জখম হন বিল্বগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, আউশগ্রামের বনপাশ রেলগেটের কাছে উজ্জ্বলবাবুকে লক্ষ্য করে পাঁচটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা পাশাপাশি লাঠি ও রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বর্ধমান হাসপাতালে। সেখান থেকে তাঁকে রাতেই কলকাতায় রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে ডানকুনির কাছে রাত দেড়টা নাগাদ মারা যান উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।
এলাকার দখল নিতে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আত্মীয়দের। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় মানুষজনের অভিযোগ, তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের ফলেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে।
Like Us On Facebook