পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে গ্রুপ বি-তে ১টি সোনা ও ২টি রূপো জয় করে বৃহস্পতিবার বাড়ি ফিরল বর্ধমানের মেয়ে অদ্রিতা সরকার। একই সঙ্গে ফিরল বর্ধমানের আর এক মেয়ে কেয়া চৌধুরী। কেয়া ওই গ্রুপেই রিদমিক যোগায় রূপো এবং আর্টিস্টিক যোগায় পঞ্চম স্থান অধিকার করেছে। সেই উপলক্ষ্যে এদিন বর্ধমান স্টেশনে ভীড় জমান ক্রীড়ানুরাগী মানুষজন। সকলের তরফে সম্মান জানানো হয় অদ্রিতা ও কেয়াকে। বর্ধমান শহরের বড়নীলপুরের বাসিন্দা অদ্রিতা বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। কেয়া বর্ধমানের বাণীপীঠ গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

উল্লেখ্য, ১৮ থেকে ২০ মে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে ১২ থেকে ১৮ বছর বয়সী গ্রুপে অদ্রিতা সোনা ছাড়াও আর্টিস্টিক যোগায় রূপো এবং রিদমিক যোগায় রূপো জয় করে। অদ্রিতার পাশাপাশি বর্ধমানের কেয়া চৌধুরী এই গ্রুপেই রিদমিক যোগায় রূপো এবং আর্টিস্টিক যোগায় পঞ্চম স্থান অধিকার করেছে। এই প্রতিযোগিতায় বুলগেরিয়া, ইতালি, ব্যাংকক, আমেরিকার প্রতিযোগিরাও অংশ নিয়েছিলেন।

Like Us On Facebook