কাঁকসার গোপালপুরে ভোটের আগে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থী কাঞ্চন ব্যাপারীকে মারধর করে দুষ্কৃতীরা। ভোট মিটতেই শুক্রবার কাঞ্চন ব্যাপারীর নির্বাচনী এজেন্ট প্রভাস মাজির মাথা ফাটল দুষ্কৃতীরা। এই দুটি ঘটনায় সরাসরি অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেতা রমেন মন্ডলের বিরুদ্ধে।
জানা গেছে, শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে বাজারে যাবার সময় দুই যুবক রাস্তা আটকে লোহার রড দিয়ে প্রভাস মাজির মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রভাসবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এই ঘটনায় ফের উত্তপ্ত হল গোপালপুর।
পঞ্চায়েত ভোটের আগে নিজের ঘনিষ্ট বিজেপি প্রার্থীকে জেতানোর চেষ্টা ও তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থী কাঞ্চন ব্যাপারীকে মারধরের ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রমেন মন্ডলকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করে। অভিযোগ, গোপালপুরে বিজেপি দুটি আসনে জয় লাভ করে বহিষ্কৃত রমেন মন্ডলের অন্তর্ঘাতের জন্য। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাসন বলেন, রমেন মন্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।