বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ও বারাবনি ব্লকে সবুজ ঝড়ের মধ্যেও ৭টি গ্রাম পঞ্চয়েত আসন দখল করতে পারায় খুশির হাওয়া স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে৷
বারাবনি ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েত আসনে বিজেপি জয় পেয়েছে, অন্যদিকে সালানপুর ব্লকে বিজেপি চারটি গ্রাম পঞ্চায়েত আসন দখল করেছে৷ পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ দখল করতে না পারলেও গেরুয়া আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা৷ বারাবনির নুনি গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী বিজেপি প্রার্থী সুচন্দ্রা রায় বলেন, বারাবনিতে তৃণমূলের পতনের বীজ বপন হল৷ আগামী দিনে দল আরও বড় সাফল্য পাবে৷
Like Us On Facebook