সাইবার ক্রাইমের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের কাঁকসা থেকে বিশ্বজিৎ জানা নামে এক ব্যক্তিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা গ্রেপ্তার করে। জানা গেছে অভিযুক্ত বিশ্বজিৎ জানার বাড়ি মেদনীপুরে।
শুক্রবার সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা বিশ্বজিৎ জানাকে দুর্গাপুর আদালতে হাজির করলে আদালত অভিযুক্তের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। অভিযোগ, এক চিকিৎসকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোবাইল ওয়ালটের মাধ্যমে দশ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন বিশ্বজিৎবাবু। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের পুলিশ বিশ্বজিৎকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা যায়।
Like Us On Facebook