.

আসানসোলের সালানপুরের খুদিকা গ্রামে বিজেপির একাধিক দেওয়াল লিখনের উপর কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন তাঁদের নির্বাচনী দেওয়াল লিখনের উপর কালি লেপে দিয়েছে। এর পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, বিজেপির দলীয় পতাকাও খুলে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

Like Us On Facebook

 




===========