পঞ্চায়েত নির্বাচনের দিন এখনও ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। একদিকে পঞ্চায়েত নির্বাচনের জটিলতা দিন দিন বেড়েই চলেছে অপর দিকে রাজ্য জুড়ে শাসক বিরোধী টানা পোড়েনে বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটে চলেছে। বুধবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী জরিনা খাতুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে জোড়া ফুল চিহ্নে ভোট দেবার আবেদন জানালেন সিপিআইএম প্রার্থী ছবি ওরাং।

ছবি ওরাং ৬ এপ্রিল সিপিআইএম প্রার্থী রূপে মনোনয়ন জমা দেন। তারপর হঠাৎ বুধবার তৃণমূল কংগ্রেসের প্রচার মিছিলে হাঁটায় রাজ্য রাজনীতি উত্তাল হল। এই উলটপুরান নিয়ে ছবি ওরাংকে প্রশ্ন করা হলে ছবিদেবী বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নে প্রভাবিত হয়ে আমি আজ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করব। কাঁকসার সিপিএম নেতা বীরেশ্বর মন্ডল ছবি ওরাংয়ের এই মন্তব্য মানতে রাজি নন। বীরেশ্বরবাবু বলেন, পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে বিরোধীদের উপর যে সন্ত্রাস রাজ্য জুড়ে চলছে সেই সন্ত্রাস কাঁকসাতেও চলছে। সিপিএম কর্মী ছবি ওরাং ৬ এপ্রিল সিপিএম প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন। তারপর থেকে বাড়ি ছাড়া ছিলেন। বাড়িতে গুন্ডাদের হামলা চলছে প্রতিদিন। স্বামীর রুজি রুটি বন্ধ করে দিয়েছে তৃণমূল নেতারা। স্বাভাবিক ভাবেই সন্ত্রাসের ভয়ে প্রাণে বাঁচাতে সিপিএম প্রার্থী ছবি ওরাং তৃণমূলের প্রচার মিছিলে নামতে বাধ্য হয়েছেন। বীরেশ্বর মন্ডলের দাবি, এতে লাভ নয় ক্ষতিই হল শাসকদলের। কারণ মানুষ সব দেখছে। তাই মানুষ আজ তৃণমূল কংগ্রেস থেকে দুরে সরে যাচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা পল্লব ব্যানার্জীর দাবি, কেবল মাত্র ছবি ওরাং নয় এবার আরও অনেক বিরোধী নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। শুধু সব সময়ের অপেক্ষা।

Like Us On Facebook