চড়কমেলা দেখতে এসে হারিয়ে যাওয়া কিশোরীকে বাড়ি ফেরানোর অছিলায় জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো আউসগ্রাম থানার বননবগ্রাম ঘোষপাড়া এলাকায়।
পুলিশসূত্রে জানা গেছে, বর্ধমানের দেওয়ানদীঘি থেকে কয়েকজন আত্মীয়ের সঙ্গে আউশগ্রামে চড়কমেলা দেখতে আসে ওই কিশোরী।সেখানে পৌঁছানোর পর কোনো কারণে আত্মীয়দের সে হারিয়ে ফেলে। এরপরই কয়েকজন যুবক তাকে বাড়িতে পৌঁছে দেবে বলে মেলা থেকে নিয়ে এসে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষন করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় কোনো রকমে জঙ্গল থেকে বেড়িয়ে স্থানীয় গ্রামের একটি বাড়িতে এসে পৌঁছায় ওই যুবতী। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে দেখতে পেয়ে বাসিন্দারা খবর দেন পুলিশকে। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে বননবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থা খারাপ হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।