পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হল দুর্গাপুরের কাঁকসা ব্লক। শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পরস্পরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগে জড়িয়ে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দলের বেশ কয়েক জন আহত হয় বলে অভিযোগ। তাদের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই কর্মীকে রাজবাঁধের গৌরী দেবী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি কর্মীরাও মনোনয়নপত্র তুলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে আক্রান্ত হয় বলে অভিযোগ।
অন্যদিকে বিজেপি করার অপরাধে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সহ-সভাপতি মনোহর কোনারের বাঁশকোপা ইন হোটেলটি তৃণমূল কংগ্রেস কর্মীরা লাঠি সোটা নিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সহ-সভাপতি মনোহর কোনার বলেন, তৃণমূল কংগ্রেস ভোটে হেরে যাবার ভয়ে বিজেপি সহ বিরোধী দল গুলিকে মনোনয়নপত্র তুলতে দিচ্ছে না। মারধর করে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে পঞ্চায়েত নির্বাচনে শাসক দল জিততে মরিয়া হয়ে উঠেছে। মনোহর কোনারের অভিযোগ, জাতীয় সড়কের ধারে আমার হোটেল। বিজেপির সমস্ত নেতৃবৃন্দ জেলায় এলেই আমার হোটেলে ওঠে এটাই এখন আমার উপর শাসক দলের রাগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপির জেলা সভাপতির বাড়ি এখানে তাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর মারধরের ঘটনা পূর্বপরিকল্পিত। বিজেপি লোহা মাফিয়া, দাঙ্গাবাজদের দল বলেই রামনবমীর অশান্তির জন্য বিজেপিকে দায়ী করেন উত্তম মুখার্জী। উত্তমবাবুর দাবি পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সহ বিরোধী দলগুলি যতই চক্রান্ত করুক গ্রামের মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস একক ভাবেই লড়াই করে নির্বাচনে জয়লাভ করবে। একই অভিযোগ করেন কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতা দেবদাস বক্সি। এদিন তৃণমূল কংগ্রেসের আহতদের দেখতে গৌরী দেবী হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির অভিযোগ খতিয়ে দেখতে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।