সামনেই মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন তুঙ্গে। প্রশাসনিক নিয়মে এখন তারস্বরে মাইক বাজানো নিয়ম বিরুদ্ধ। অথচ পুলিশ প্রশাসনিককে বুড়ো আঙ্গুল দেখিয়ে কাঁকসার মাধব মঠ নয়ন সুখ তলায় কালা চাঁদের মন্দিরের দোল উৎসবে মেলায় অধিক রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজিয়ে চটুল নৃত্য পরিবেশনে মজেছে একশ্রেণীর মানুষ। এতে মাধ্যমিক পরিক্ষার্থীরা চরম অসুবিধায় পড়েছে। জানা গেছে, দোলযাত্রা উৎসব উপলক্ষে ১ মার্চ থেকে মেলা শুরু হয়েছে চলবে ৭ মার্চ পর্যন্ত।
পরীক্ষার্থীদের পড়াশোনা প্রায় শিকেয় উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামে ঝুটঝামেলা এড়াতে অনেকেই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে মাধ্যমিক পরিক্ষার্থীদের পরিবারগুলি খারাপ ফলের আশঙ্কায় দিশেহারা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের পরিবর্তে কেন মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধর্মীয় অনুষ্ঠানে চটুল নৃত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। অবিলম্বে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা।