ব্যাঙ্ক থেকে ভুলবশত দেওয়া বাড়তি টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন ভাতারের পলসোন গ্রামের গৃহশিক্ষক। এই সততায় মুগ্ধ স্থানীয় মানুষ থেকে ব্যাঙ্ককর্মী ও তাঁর ছাত্র-ছাত্রীরা। যদিও গৃহশিক্ষক সৌরভ রায় এই ঘটনাকে স্বাভাবিক বলেই মনে করছেন। তিনি বলেন, অন্যের টাকা ফিরিয়ে দেওয়াই উচিৎ।

আগামী বৃহস্পতিবার দোলের দিন বিয়ের অনুষ্ঠান। তাই শুক্রবার স্থানীয় দেনা ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তুলেছিলেন ভাতারের পলসোনা গ্রামের বাসিন্দা পেশায় গৃহশিক্ষক সৌরভ রায়। যথারীতি ব্যাংকের ক্যাশিয়ার অমিত কুমার তাঁকে টাকা দেওয়ার পর ব্যাঙ্কের মধ্যে টাকা না গুণেই তিনি তা নিয়ে বাড়ি চলে আসেন। টাকা নিয়ে আসার পর টাকার ব্যাগটি তিনি ঘরের আলমারিতে তুলে রাখেন। এদিকে, রবিবার তাঁর টাকার দরকার হওয়ায় তিনি টাকার ব্যাগ থেকে টাকা বার করতে গিয়ে রীতিমত চমকে ওঠেন। দেখতে পান ৩০ হাজার টাকার বদলে সেখানে রয়েছে ৬০ হাজার টাকা। কিভাবে এই অতিরিক্ত টাকা এল তা খোঁজ করতেই তিনি বোঝেন ব্যাঙ্ক থেকেই ভুল করে তাঁকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে। এরপর সোমবার সকালে গিয়ে তিনি ওই ব্যাঙ্কে তাঁর উদ্বৃত্ত ৩০ হাজার টাকা ফেরত দিয়ে আসেন। ছেলের এই সততায় খুশী বাবা জয়ন্ত রায়ও।

জয়ন্তবাবু জানান, কদিন পরেই ছেলের বিয়ে। তাই সকলেই চিন্তিত। এমনকি ব্যাগের মধ্যে উদ্বৃত্ত টাকা দেখার পর থেকে তাঁরা ভীষণরকম বিচলিতই হয়ে পড়েছিলেন। সৌরভবাবুর ছাত্রী কুসুম রায় জানিয়েছেন, সৌরভবাবু তাঁদের সংস্কৃত পড়ান। স্যারের এই সততা সকলেরই শেখা উচিত। বস্তুত, চারিদিকে যখন ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে নেবার ঘটনা ক্রমবর্ধমান, সেখানে গ্রামের এই গৃহশিক্ষকের সততায় খুশি পলসোনা গ্রামের মানুষজনও।

Like Us On Facebook