মা-বাবার বকুনিতে অভিমানে আত্মঘাতী হল এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে মেমারির বেলুই গ্রামে। মৃতার নাম সারদী হেমব্রম(১৬)। সারদী মেমারির পাহাড়হাটি জিএম হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, পড়াশুনায় অমনযোগী হওয়ায় কয়েকদিন আগে সারদীকে মা-বাবা বকাবকি করেন। পরেরদিন সে স্কুল যাওয়ার পথে কীটনাশক খায়। এরপর তাকে উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বাড়ি ফিরে সে আবার অসুস্থ হয়ে পড়লে রবিবার তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে সারদী মারা যায়। সারদীর বাবা ধীরেন হেমব্রম জানান, সম্প্রতি পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়েছিল সারদী। সবসময় মোবাইল নিয়ে বসে থাকত। এনিয়ে তাকে বকবকি করায় সে কীটনাশক খায়।

Like Us On Facebook