আসানসোলে তৈরি হতে চলেছে নতুন বাস টার্মিনাল। জাতীয় সড়কের পাশে কালিপাহাড়ি সংলগ্ন মাঠে গড়ে উঠবে এই বাস টার্মিনাল। শহরের বাইরে প্রায় সাত একর জমির উপর ৯ কোটি টাকা ব্যায়ে তৈরি হবে বাস টার্মিনাল।

বৃহস্পতিবার ২ নম্বর জাতীয় সড়কের পাশে কালিপাহাড়ির ওই মাঠে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের যুগ্ম সচিব মিত্র চাট্যার্জী, আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি, পশ্চিম বর্ধমানের জেলাশাসক শশাঙ্ক শেঠি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে মিত্র চ্যাটার্জী ও মেয়র জানান খুব শীঘ্রই এখানে বাস টার্মিনাল তৈরির কাজ শুরু করা হবে৷ আসানসোলে একটা আধুনিক বাস টার্মিনালের প্রয়োজন ছিল। সেই প্রয়োজন মেটাতেই এখানে পরিবহণ দপ্তর থেকে বাস টার্মিনাল তৈরির সম্মতি দেওয়া হয়েছে। এই টার্মিনাল গড়ে উঠলে আসানসোল অনেকটাই যানজটমুক্ত হবে বলে আশা ওয়াকিবহাল মহলের।

Like Us On Facebook