কেবলমাত্র ধারাবাহিক পড়াই নয়, রাজ্যের সামগ্রিক উন্নতিতে ছাত্র-ছাত্রীদেরও সামিল করতে এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে তুলে ধরতে রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী রাজ্য ছাত্র-যুব বিজ্ঞান মেলা শুরু হল বর্ধমানে। এবছর বিজ্ঞান মেলার থিম দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে আবিষ্কার। এর সঙ্গে রয়েছে স্বাস্থ্য ও সুস্থ জীবন, সম্পদ সংগঠন ও খাদ্য সুরক্ষা, বর্জ্য সংগঠন ও জলাভূমি সংরক্ষণ, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা, নবীকরণযোগ্য শক্তি ও গাণিতিক মডেল নির্মাণের ভাবনাও।

বৃহস্পতিবার বর্ধমান পৌর উচ্চ বালক বিদ্যালয়ে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রবীর চট্টোপাধ্যায়. অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, জেলা পরিষদের নারী ও শিক্ষা কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী, বর্ধমান ১নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী ফাল্গুনী দাস রজক, রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক স্বপন কুমার পান, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রধান শিক্ষক ড. শম্ভুনাথ চক্রবর্তী প্রমুখ। দুদিন ব্যাপী এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট ১২২টি স্কুলের ১৭৪টি মডেল।


Like Us On Facebook