আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঁকসা থানার পুলিশ সঞ্জয় সিং নামে এক যুবককে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে মঙ্গলবার হাজির করলে বিচারক ওই যুবকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে অভিযুক্ত সঞ্জয় সিং নিজেকে নির্দোষ দাবি করে আদালতে উপস্থিত সংবাদ মাধ্যমের কাছে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে দাবি করে।
জানা গেছে, ১ জানুয়ারি কাঁকসায় দুই পক্ষই পিকনিক করতে আসে। স্থানীয় আদিবাসী পাড়ার আদিবাসীরাও আলাদা ভাবে পিকনিক করতে আসে একই স্থানে। কিশোরী পিকনিক করার ফাঁকে এক বার বাড়ি যায়। অভিযুক্ত যুবকও ওই কিশোরীর পিছু নেয় বলে অভিযোগ। এরপরেই ফাঁকা বাড়িতে কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কিশোরীর চিৎকারে এলাকার সমস্ত আদিবাসীরা একজোট হয়ে অভিযুক্ত যুবককে ধরে গাছে বেঁধে গণধোলাই দেয়। এরপরেই দুই পক্ষের মারামারিতে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। অবস্থা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে কাঁকসা থানায় নিয়ে আসে সোমবার। সোমবার রাতে নির্যাতিতার পক্ষ থেকে অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।