শীত মরসুমে দুর্গাপুরের বিভিন্ন জলাশয়ে এসেছে বিভিন্ন দেশের পরিযায়ী পাখির দল। অন্যান্য পরিযায়ী পাখির মধ্যে এবার নজর কাড়ল সাইবেরিয়ান গ্রেল্যাগ গুজ। জানা গেছে, দুর্গাপুরে এই প্রথমবার দেখা গেল সাইবেরিয়ান গ্রেল্যাগ গুজ।
সম্প্রতি দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল কাঁকসার পরাণগঞ্জের জঙ্গল পরিদর্শনে যান। কাঁকসার পরাণগঞ্জের একটি জঙ্গলের জলাশয়ে ২৯ ডিসেম্বর দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল প্রথম এই পারিযায়ী হাঁস জাতীয় পাখিটিকে দেখতে পান। তৎক্ষণাৎ মিলনবাবু গ্রেল্যাগ গুজটিকে ক্যামেরাবন্দি করেন। এই প্রথম সাইবেরিয়ান গ্রেল্যাগ গুজ দুর্গাপুরের জলাশয় এল বলে জানান দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল।
Like Us On Facebook