হাসপাতালের পুলিশ সেল থেকে পালানো বিচারাধীন আসামী গ্রেফতার। ধৃতের নাম মহম্মদ সাহাবুদ্দিন, জামুড়িয়ার শ্রীপুর মোড়ের বাসিন্দা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইতিপূর্বে কুলটির বেজডিতে শ্বাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে কুলটি থানার পুলিশ সাহাবুদ্দিনকে গ্রেফতার করেছিল। অসুস্থতার কারণে মহম্মদ সাহাবুদ্দিনকে ১৮ জুন আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ২২ জুন সে হাসপাতাল থেক পালিয়ে যায়। এরপর পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এই আগ্নেয়াস্ত্র দিয়েই সে গুলি চালিয়েছিল বলে পুলিশের অনুমান।
Like Us On Facebook