আসানসোলের হীরাপুর থানার কোর্ট মোড়ে মুথুট ফিনান্স কোম্পানির শাখায় গত শনিবার এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে, নগদ ১৩ লক্ষ টাকা ও প্রায় ৮ কোটি টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পর ওই শাখার গ্রাহকরা আশঙ্কিত হয়ে পড়েন তাঁদের আমানত ফিরে পাওয়ার ব্যাপারে।
মঙ্গলবার প্রায় শতাধিক গ্রাহক কোর্ট রোডে মুথুট ফিনান্সের শাখায় উপস্থিত হয়ে তাঁদের জমা রাখা স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার ব্যাপারে সংস্থার আধিকারিকদের কাছে লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। কিন্তু আধিকারিকরা লিখিত প্রতিশ্রুতি দিতে রাজি না হওয়ায় গ্রাহকরা বিক্ষোভ দেখান। প্রায় একঘন্টা বিক্ষোভ চলার পর সংস্থার আধিকারিকরা গ্রাহকদের জানান, ঘটনার পুলিশি তদন্ত চলছে। তাই এখনই এই ব্যাপারে কোন প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত গ্রাহকদের চাপে সংস্থার পক্ষ থেকে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় আগামী দশ দিনের মধ্যে এ ব্যাপারে গ্রাহকদের সঙ্গে বসে আলোচনা করা হবে।