দুর্গাপুরের বামুনাড়ায় নব নির্মিত একটি আবাসনে এক দিনমজুরের রহস্যজনক ভাবে মৃত্যু হওয়ায় মঙ্গলবার শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, ওই আবাসনের পার্কিং জোন তৈরি হচ্ছে। সেখানে মাটি কাটার কাজ করছিল অন্যান্যদের সঙ্গে কাঁকসার চুয়া গ্রামের মুগলি মূর্মূ নামে এক মহিলা। মঙ্গলবার মুগলি মূর্মূ দুপুরে খাবার খেয়ে কলে টিফিন বাক্স ধুতে গেলে হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার করে লুটিয়ে পড়ে। মুগলিকে বাঁচাতে এগিয়ে গেলে মুগলির সহকর্মী রাসমণি মূর্মূও বিদ্যুতের শক খেয়ে ছিটকে পড়ে বলে অভিযোগ। অন্যান্য কর্মীদের অনুমান বিদ্যুতের শক লেগেই মুত্যু হয়েছে মুগলির।
পুলিশকে খবর দিলে পুলিশ এসে মুগলিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মুগলি মূর্মূকে মৃত ঘোষণা করেন। মৃত মুগলি মূর্মূর সহকর্মীদের অভিযোগ নব নির্মিত ওই আবাসনে প্রচুর রড ডাঁই করে রাখা আছে। ওই রডের তলা দিয়ে বিদ্যুৎ পরিবাহী তার গেছে। সম্ভবত কোন কারণে ওই বিদ্যুৎ পরিবাহী তারে লিকেজ থেকে রডে বিদ্যুৎ সংযোগ হয়ে মৃত্যু হয় মুগলি মূর্মূর। অপরদিকে ওই আবাসনের আবাসিকরা শর্ট সার্কিট এর বিষয়টি উড়িয়ে দিয়ে ওই শ্রমিকের স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে দাবি করেন। শ্রমিক ও আবাসিকদের পরস্পর বিরোধী মন্তব্যের জন্য শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।