মেমারি ১ নম্বর ব্লকের কৃষক বাজার আমূল-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। আমূল মূলত দুধ সংগ্রহ ও প্রক্রিয়াকরণের কেন্দ্র হিসাবে সেটিকে ব্যবহার করবে। এর ফলে এলাকার গো-পালকরা উপকৃত হবেন বলে দাবি জেলা প্রশাসনের।
এলাকার গো-পালকদের উন্নত ও বিজ্ঞানসম্মত উপায়ে দুধ উৎপাদনের প্রশিক্ষণ ও পরামর্শও দেবে আমূল। এরজন্য আমূলের কাছ থেকে এককালীন অর্থ ও মাসিক ভাড়া পাবে প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান জেলাশশাসক। প্রশাসনসূত্রে জানা গেছে, দুপক্ষের চুক্তি সম্পন্ন, কয়েকদিনের মধ্যেই চুক্তি চুড়ান্ত হবে।
Like Us On Facebook