.
বার্নপুরের ক্যাটারিং ব্যবসায়ী রাণা ব্যানার্জী খুনের তদন্তে নেমে হীরাপুর থানার পুলিশ অস্ত্রচোরাকারবার চক্রের হদিশ পেল। হীরপুর থানার পুলিশ হীরাপুর ঠাকুরবাড়ি এলাকার কুলীন পাড়া থেকে বিপুল অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করে ইস্কোর প্রাক্তন কর্মী প্রভাস ব্যানার্জীকে। পুলিশ ৬টি পিস্তল, ৮০০ রাউন্ড কার্তুজ ও প্রায় ৮ লাখ টাকা উদ্ধার করে। ইতিমধ্যেই পুলিশ রাণা ব্যানার্জী খুনে তিন জনকে গ্রেফতার করেছে।
Like Us On Facebook