রেল লাইনের ধার থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের শক্তিগড় স্টেশন সংলগ্ন আপ লাইনের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসিরা জানিয়েছেন, পেশায় হকার ওই মৃত ব্যক্তির নাম রবীন মজুমদার (৩৫)। তাঁর শ্বশুর বাড়ি পূর্ব বর্ধমানের সদর ২ ব্লকের রাঙ্গামাটি গ্রামে। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুলিশ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।
Like Us On Facebook