রাজস্থানের খুনের আসামী গা-ঢাকা দিয়েছিল কাঁকসার রাজবাঁধে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, যোধপুরের লাখেটা গ্রামের বাসিন্দা পাপ্পু রাম একটি খুনের মামলায় সেখানে জেল খাটছিল। এরপর স্ত্রীর অসুস্থার কারণ দেখিয়ে প্যারোলে বাড়ি ফেরে। প্যারোলের মেয়াদ ফুরানোর আগেই সে গা-ঢাকা দেয়। নির্দিষ্ট দিনে জেলে ফিরে না যাওয়ায় পুলিশ তার খোঁজ শুরু করে। তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রাজস্থান পুলিশ আনতে পারে সে কাঁকসায় রয়েছে। এরপর কাঁকসা পুলিশকে খবর দিলে পুলিশ পাপ্পু রামের হদিশ পায় রাজবাঁধের একটি ধাবায়। সেখানে সে ম্যানেজারের কাজ করছিল বলে জানা গেছে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে রাজস্থান পুলিশের হাতে তুলে দেয়। তাকে আজ আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে রাজস্থান নিয়ে যাওয়া হচ্ছে।
Like Us On Facebook