মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে পর পর দু’জায়গায় গাড়ি ও সাইকেল আরোহীকে ধাক্কা মারল টাটা সুমোর চালক। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান বোলপুর জাতীয় সড়কে ওড়গ্ৰামের ক্যনাল ব্রিজ ও হলদিতে। হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা জয় গোস্বামী নিজের চারচাকা গাড়ি নিয়ে তারাপীঠ গিয়েছিলেন। বৃহস্পতিবার ফেরার পথে প্রথমে ওড়গ্ৰামের ক্যনাল ব্রিজের কাছে একটি যাত্রী বোঝাই মারুতি ভ্যানের পিছনে ধাক্কা মেরে গাড়ির চালক গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। হলদিতে একজন সাইকেল আরোহীকে ফের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা আটকায়। গাড়ির চালক গাড়ি ঘুরিয়ে ফের বোলপুরের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু কয়রাপুরের কাছে দ্রুত গতিতে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালির গাদায় আটকে যায়। স্থানীয় বাসিন্দারা গাড়ির চালক ও মালিককে আটক করে। পরে পুলিশ গিয়ে ঘাতক গাড়ি সহ দুজনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় এক সাইকেল আরোহী সহ মারুতি ভ্যানের চার যাত্রী আহত হন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়।

Like Us On Facebook