জুয়ার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত সুনীল বাউরি ও তাঁর ছেলে তাপস বাউরি। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর সায়ের পাড়ায়। ঘটনার প্রতিবাদে বুধবার নিয়ামতপুর-পুরুলিয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। আক্রান্ত সুনীল বাউরিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর দাবি এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।

Like Us On Facebook